দারিদ্র্যদহন স্তোত্রম্

वशिष्ठ उवाच।
विश्वेश्वराय नरकार्णव तारणाय कर्णामृताय शशिशेखरधारणाय ।

कर्पूरकान्तिधवलाय जटाधराय दारिद्र्य दुःखदहनाय नमः शिवाय ॥ १ ॥

বশিষ্ঠ উবাচ।
বিশ্বেশ্বরায় নরকার্ণবতারণায় কর্ণামৃতায় শশিশেখরধারণায়।
কর্পূরকান্তিধবলায় জটাধরায় দারিদ্র্যদুঃখদহনায় নমঃ শিবায় ।। ১ ।।

যিনি বিশ্বেশ্বর, নরক সমুদ্রের তারক, কর্ণামৃত মস্তকে চন্দ্রধারক, যাঁর কান্তি কর্পূরের ন্যায় ধবলবর্ণ এর যাঁর মস্তকে জটাজাল আছে সেই দারিদ্র্য দুঃখনাশক শিবকে প্রণাম করি। ১

गौरीप्रियाय रजनीशकलाधराय कालान्तकाय भुजगाधिपकङ्कणाय ।
गंगाधराय गजराजविमर्दनाय दारिद्र्य दुःखदहनाय नमः शिवाय ॥ २ ॥

গৌরি প্রিয়ায় রজনীশকলাধরায় কালান্তকায় ভুজাগাধিপকঙ্কণায়।
গঙ্গাধরায় গজরাজবিমর্দনায় দারিদ্র্যদুঃখদহনায় নমঃ শিবায় ।। ২ ।।

যিনি গৌরীর প্রিয়, চন্দ্রকলাধারক, কালের অন্তকারক, এবং যিনি সর্পরাজকে কঙ্কণ করেছেন, যিনি গঙ্গাধর এবং গজরাজের (গজাসুরের) বিমর্দক সেই দারিদ্র্য দুঃখনাশক শিবকে প্রণাম করি। ২

भक्तिप्रियाय भवरोगभयापहाय उग्राय दुर्गभवसागरतारणाय ।
ज्योतिर्मयाय गुणनामसुनृत्यकाय दारिद्र्य दुःखदहनाय नमः शिवाय ॥ ३ ॥

ভক্তিপ্রিয়ায় ভবরোগভয়াপহায় উগ্রায় দুর্গভবসাগরতারণায়।
জ্যোতির্ময়ায় গুণনামসুনর্তকায় দারিদ্র্যদুঃখদহনায় নমঃ শিবায় ।। ৩ ।।

যিনি ভক্তিপ্রিয়, ভবরোগভয়ের নাশক, উগ্র দুর্গরূপ ভবসাগরের তারক, জ্যোতির্ময় গুণ নামের সুনর্তক, সেই দারিদ্র্য দুঃখনাশক শিবকে প্রণাম করি। ৩

चर्मम्बराय शवभस्मविलेपनाय भालेक्षणाय मणिकुण्डलमण्डिताय ।
मंझीरपादयुगलाय जटाधराय दारिद्र्य दुःखदहनाय नमः शिवाय ॥ ४ ॥

চর্মাম্বরায় শবভস্মবিলেপনায় ভালেক্ষণায় মণিকুণ্ডলমণ্ডিতায়।
মঞ্জরীপাদযুগলায় জটাধরায় দারিদ্র্যদুঃখদহনায় নমঃ শিবায় ।। ৪ ।।

যিনি চর্ম বসন পরিধান করেন, গাত্রে শব ভস্ম বিলেপন করেছেন, যাঁর ললাটে তৃতীয় নয়ন এবং মণিময় কুণ্ডলধারী, পদযুগলে নূপুর এবং মস্তকে জটাজাল ধারণ করেছেন সেই দারিদ্র্য দুঃখনাশক শিবকে প্রণাম করি। ৪

पञ्चाननाय फणिराजविभूषणाय हेमांशुकाय भुवनत्रयमण्डिताय ।
आनन्दभूमिवरदाय तमोमयाय दारिद्र्य दुःखदहनाय नमः शिवाय ॥ ५ ॥

পঞ্চাননায় ফণিরাজবিভূষণায় হেমাংশুকায় ভুবনত্রয় মণ্ডিতায়।
আনন্দভূমিবরদায় তমোহরায় দারিদ্র্যদুঃখদহনায় নমঃ শিবায় ।। ৫ ।।

যার পঞ্চ বদন, গাত্রে সর্পরাজের অলঙ্কার ও স্বর্ণবর্ণের উত্তরীয় বস্ত্র, ত্রিভুবন যাঁহার ভূষণ, এবং যিনি আনন্দের নিলয়, বরদাতা ও অজ্ঞানরূপ তমোহারক সেই দারিদ্র্য দুঃখনাশক শিবকে প্রণাম করি। ৫

भानुप्रियाय भवसागरतारणाय कालान्तकाय कमलासनपूजिताय ।
नेत्रत्रयाय शुभलक्षण लक्षिताय दारिद्र्य दुःखदहनाय नमः शिवाय ॥ ६ ॥

ভানুপ্রিয়ায় ভবসাগরতারণায় কালান্তকায় কমলাসনপূজিতায়।
নেত্রত্রয়ায় শুভলক্ষণলক্ষিতায় দারিদ্র্যদুঃখদহনায় নমঃ শিবায় ।। ৬ ।।

যিনি ভানুপ্রিয়, সংসার সমুদ্রের তারক, কালের অন্তক, ব্রহ্মপূজিত ত্রিনেত্রধারক, ও সর্ব শুভ লক্ষণ বিশিষ্ট সেই দারিদ্র্য দুঃখনাশক শিবকে প্রণাম করি। ৬

रामप्रियाय रघुनाथवरप्रदाय नागप्रियाय नरकार्णवतारणाय ।
पुण्येषु पुण्यभरिताय सुरार्चिताय दारिद्र्य दुःखदहनाय नमः शिवाय ॥ ७ ॥

রামপ্রিয়ায় রঘুনাথবরপ্রদায় নাগপ্রিয়ায় নরকার্ণবতারণায়।
পুণ্যায় পুণ্যচরিতায় সুরার্চিতায় দারিদ্রদুঃখদহনায় নমঃ শিবায় ।। ৭ ।।

যিনি রামপ্রিয়, রামচন্দ্রকে বরদাতা, নাগপ্রিয়, নরকার্ণব তারক, পুণ্যস্বরূপ, পুণ্যরচিত এবং দেবগণপূজিত সেই দারিদ্র্য দুঃখনাশক শিবকে প্রণাম করি। ৭

मुक्तेश्वराय फलदाय गणेश्वराय गीतप्रियाय वृषभेश्वरवाहनाय ।
मातङ्गचर्मवसनाय महेश्वराय दारिद्र्य दुःखदहनाय नमः शिवाय ॥ ८ ॥

মুক্তীশ্বরায় ফলদায় গণেশ্বরায় গীতপ্রিয়ায় বৃষভেশ্বরবাহনায়।
মাতঙ্গচর্মবসনায় মহেশ্বরায় পঞ্চাননায় শরণাগতরক্ষকায় ।। ৮ ।।

যিনি মুক্তির ঈশ্বর, সর্বফলদাতা, গণদেবের অধিপতি, গীতপ্রিয়, বৃষবাহন, হস্তিচর্ম্মের বসনধারক ও মহেশ্বর সেই দারিদ্র্য দুঃখনাশক শিবকে প্রণাম করি। ৮

गौरीविलासभुवनाয় महेश्वराয় पञ्चाननाয় शरणागतरक्षकाয়।
सर्वाয় सर्वजगतामधिपाয় तस्मै दारिद्र्यदुःखदहनाয় नमः शिवाয় ॥ ९ ॥

গৌরীবিলাসভুবনায় মহেশ্বরায় পঞ্চাননায় শরণাগতরক্ষকায়।
সর্বায় সর্বজগতামধিপায় তস্মৈ দারিদ্র্যদুঃখদহনায় নমঃ শিবায় ।। ৯ ।।

যিনি গৌরীর বিলাসভুবন, মহেশ্বর, পঞ্চানন, শরণাগতের রক্ষক সর্বস্বরূপ, এবং সমস্ত জগতের অধিপতি সেই দারিদ্র্য দুঃখনাশক শিবকে প্রণাম করি। ৯

वसिष्ठेन कृतं स्तोत्रं सर्वरोगनिवारणम् ।
सर्वसम्पत्करं शीघ्रं पुत्रपौत्रादिवर्धनम् ।
त्रिसंध्यं यः पठेन्नित्यं स हि स्वर्गमवाप्नुयात् ॥ १० ॥

বশিষ্ঠেন কৃতং স্তোত্রং সর্বরোগনিবারণম্।
সর্বসম্পৎকরং পুণ্যং পুত্রপৌত্রাদিবর্ধনম্।
ত্রিসন্ধ্যং যঃ পঠেন্নিত্যং স হি স্বর্গমবাপ্নূয়াৎ ।। ১০ ।।

এই যে বশিষ্ঠকৃত সর্বরোগ নিবারক সর্বসম্পৎকারক পুত্র পৌত্রাদি বর্ধক পবিত্র এই স্তোত্র যে নিত্য ত্রিসন্ধ্যা এই পাঠ করে সে অন্তে স্বর্গলাভ করে। ১০

॥ इति श्रीवसिष्ठविरचितं दारिद्र्यदहन स्तोत्रं सम्पूर्णम् ॥

।। ইতি শ্রীবশিষ্ঠবিরচিতং দারিদ্র্যদহন স্তোত্রং সম্পূর্ণম্ ।।

ইতি দারিদ্র্য দহন স্তোত্রম্।

0
X