শ্রী শিব চালীসা | Shree Shiv Chalisa
শ্রী শিব চালীসা Shree Shiv Chalisa Trilochana

শ্রী শিব চালীসা হচ্ছে পরমেশ্বর ভগবান শিবের প্রতি নিবেদিত চল্লিশটি শ্লোকের সমন্বয়ে কবি অযোধ্যাদাস রচিত একটি স্তোত্রম্ । যেখানে পরমেশ্বর ভগবান শিবের প্রতি নানা প্রশংসা করা হয়েছে।

যারা দৈনন্দিন জীবনে বিভিন্ন সমস্যায় ভুগছেন তারা এই শ্রী শিব চালীসা প্রতি সোমবার বা নিত্য পাঠ করতে পারেন। বিশেষ করে ব্রহ্ম মুহূর্তে বা সকাল বেলা এবং সন্ধ্যা বেলা বা রাতে ঘুমাতে যাওয়ার সময় পাঠ করলে উপকার পাওয়া যায়। এটি পাঠ করার জন্য কোন পূজা বা বড় ধরণের আয়োজনের প্রয়োজন নেই। যেকোন অবস্থায় আপনি মন শুদ্ধ করে ভগবান শিবের প্রতি সম্মান, শ্রদ্ধা, ভালোবাসা, ভক্তি, বিশ্বাস রেখে পাঠ করতে পারেন। এমনকি আপনি রাস্তায় যাতায়াতের সময়ও গাড়িতে বসে পাঠ করতে পারেন। আবার চাইলে তিনবার/নয়বার/এগারোবার জপও করতে পারেন। পাঠ বা জপ শেষে আপনার সমস্যা দূর করে দেওয়ার জন্য ভগবান শিবের প্রতি প্রার্থনা করবেন।

ওঁ নমঃ শিবায়

।। শ্রীশিবপ্রাতঃস্মরণস্তোত্রম্ ।।

প্রাতঃ স্মরামি ভবভীতিহরং সুরেশং গঙ্গাধরং বৃষভবাহনমম্বিকেশম্ ।
খট্বাঙ্গশূলবরদাভয়হস্তমীশং সংসাররোগহনমৌষধমদ্বিতীয়ম্ ।।
প্রাতর্নমামি গিরিশং গিরিজার্ধদেহং সর্গস্থিতিপ্রলয়কারণমাদিদেবম্ ।
বিশ্বেশ্বররং বিজিতবিশ্বমনোঽভিরামং সংসাররোগহরমৌষধমদ্বিতীয়ম্ ।।
প্রাতর্ভজামি শিবমেকমনন্তমাদ্যং বেদান্তবেদ্যমনঘং পুরুষং মহান্তম্।
নামাদিভেদরহিতং ষডূভাবশূন্যং সংসাররোগহরমৌষধমদ্বিতীয়ম্ ।।
প্রাতঃ সমুত্থায় শিবং বিচিন্ত্য শ্লোকত্রয়ং যেঽনুদিনং  পঠন্তি।
তে দুঃখজাতং বহুজন্মসংচিতং হিত্বা পদং যান্তি তদেব শম্ভোঃ ।।

।। দোহা  ।।

অজ অনাদি অবিগত অলখ, অকল অতুল অবিকার ।
বন্দৌঁ শিব-পদ-যুগ-কমল, অমল অতীব উদার ।। ১ ।।
আর্তিহরণ সুখকরণ শুভ, ভক্তি-মুক্তি-দাতার ।
করৌ অনুগ্রহ দীন লখি, অপনো বিরদ বিচার ।। ২ ।।
পর্য়ো পতিত ভবককূপ মহঁ, সহজ নরক আগার ।
সহজ সুহৃদ পাবন-পতিত, সহজহি লেহু উবার ।। ৩ ।।
পলক-পলক আশা ভর্য়ো, রহ্যো সুবাট নিহার ।
ঢরৌ তুরন্ত স্বভাববশ, নেক ন করৌ অবার ।। ৪ ।।

জয় শিব শংকর ঔঢরদানী । জয় গিরিতনয়া মাতু ভবানী ।। ১ ।।
সর্বোত্তম যোগী যোগশ্বের । সর্বলোক-ঈশ্বর-পরমেশ্বর ।। ২ ।।
সব উর প্রেরক সর্বনিয়ন্তা । উপদ্রষ্টা ভর্তা অনুমন্তা ।। ৩ ।।
পরাশক্তি-পতি অখিল বিশ্বপতি । পরব্রহ্ম পরধাম পরমগতি ।। ৪ ।।
সর্বাতীত অনন্য সর্বগত । নিজস্বরূপ মহিমামেঁ স্থিতরত ।। ৫ ।।
অঙ্গভূতি-ভূষিত শ্মশানচর । ভুজঙ্গভূষণ চন্দ্রমুকুটধর ।। ৬ ।।
বৃষবাহন নন্দীগণনায়ক । অখিল বিশ্বকে ভাগ্য-বিধায়ক ।। ৭ ।।
ব্যাঘ্রচর্ম পরিধান মনোহর । রীছচর্ম ওঢে গিরিজাবর ।। ৮ ।।
কর ত্রিশূল ডমরূবর রাজত । অভয় বরদ মুদ্রা শুভ সাজত ।। ৯ ।।
তনু কর্পূর-গৌর উজ্জ্বলতম । পিঙ্গল জটাজুট সির উত্তম ।। ১০ ।।
ভাল ত্রিপুণ্ড্র মুণ্ডমালাধর। গল রুদ্রাক্ষ-মাল শোভাকর ।। ১১ ।।
বিধি-হরি-রুদ্র ত্রিবিধ বপুধারী । বনে সৃজন-পালন-লয়কারী ।। ১২ ।।
তুম হো নিত্য দয়াকে সাগর । আশুতোষ আনন্দ-উজাগর ।। ১৩ ।।
অতি দয়ালু ভোলে ভণ্ডারী । অগ-জগ সবকে মঙ্গলকারী ।। ১৪ ।।
সতী-পার্বতীকে প্রাণেশ্বর । স্কন্দ-গণেশ-জনক শিব সুখকর ।। ১৫ ।।
হরি-হর এক রূপ গুণশীলা । করত স্বামী-সেবককী লীলা ।। ১৬ ।।
রহতে দৌও পূজত পুজবাবত । পূজা-পদ্ধতি সবন্-হি সিখাবত ।। ১৭ ।।
মারুতি বন হরি-সেবা কীন্-হী । রামেশ্বর বন সেবা লীন্-হী ।। ১৮ ।।
জগ-হিত ঘোর হলাহল পীকর । বনে সদাশিব নীলকণ্ঠ বর ।। ১৯ ।।
অসুরাসুর শুচি বরদ শুভংকর । অসুরনিহন্তা প্রভু প্রলয়ংকর ।। ২০ ।।
“নমঃ শিবায়” মন্ত্র পঞ্চাক্ষর । জপত মিটত সব ক্লেশ ভয়ংকর ।। ২১ ।।
জো নর-নারি রটত শিব-শিব নিত । তিনকেকা শিব অতি করত পরমহিত ।। ২২ ।।
শ্রীকৃষ্ণ তপ কীন্-হো ভারী । হ্বৈ প্রসন্ন বর দিয়ো পুরারী ।। ২৩ ।।
অর্জুন সঙ্গ লড়ে কিরাত বন । দিয়ো পাশুপত-অস্ত্র মুদিত মন ।। ২৪ ।।
ভক্তনকে সব কষ্ট নিবারে । দে নিজ ভক্তি সবন্-হি উদ্ধারে ।। ২৫ ।।
শঙ্খচূড় জালন্ধর মারে । দৈত্য অসংখ্য প্রাণ হর তারে ।। ২৬ ।।
অন্ধককো গণপতি পদ দীন্-হোঁ । শুক্র শুক্রপথ বাহর  কীন্-হোঁ ।। ২৭ ।।
তেহি সজীবনি বিদ্যা দীন্-হী । বাণাসুর গণপতি-গতি কীন্-হী ।। ২৮ ।।
অষ্টমূর্তি পঞ্চানন চিন্ময় । দ্বাদশ জ্যোতির্লিঙ্গ জ্যোতির্ময় ।। ২৯ ।।
ভুবন চতুর্দশ ব্যাপকক রূপা । অকথ অচিন্ত্য অসীম অনূপা ।। ৩০ ।।
কাশী মরত জন্তু অবলোকী । দেত মুক্তি-পদ করত অশোকী ।। ৩১ ।।
ভক্ত ভগীরথকী রুচি রাখী । জটা বসী গঙ্গা সুর সাখী ।। ৩২ ।।
রুরু অগস্ত্য উপমন্যূ জ্ঞানী । ঋষি দধীচি আদিক বিজ্ঞানী ।। ৩৩ ।।
শিবরহস্য শিবজ্ঞান প্রচারক । শিবহিঁ পরম প্রিয় লোকোদ্ধারক ।। ৩৪ ।।
ইনকে শুভ সুমিরনতেঁ শংকর । দেত মুদিত হ্বৈ অতি দুর্লভ বর ।। ৩৫ ।।
অতি উদার করুণাবরুণালয় । হরণ  দৈন্য-দারিদ্র্য-দুঃখ-ভয় ।। ৩৬ ।।
তুম্-হরো ভজন পরম হিতকারী । বিপ্র শূদ্র সব হী অধিকারী ।। ৩৭ ।।
বালক বৃদ্ধ নারি-নর ধ্যাবহিঁ । তে অলভ্য শিবপদকো পাবহিঁ ।। ৩৮ ।।
ভেদশূন্য তুম সবকে স্বামী । সহজ সুহৃদ সেবক অনুগামী ।। ৩৯ ।।
জো জন শরণ তুম্-হারী আবত । সকল দুরিত তৎকাল নশাবত ।। ৪০ ।।

।। দোহা ।।

বনহ করৌ তুম শীলবশ, নিজ জনকৌ সব ভার ।
গনৌ ন অঘ, অঘ-জাতি কছু, সব বিধি করৌ সঁভার ।। ১ ।।
তুম্-হরো শীল স্বভাব লখি, জো ন শরণ তব হোয় ।
তেহি সম কুটিল কুবুদ্ধি জন, নহিঁ কুভাগ্য জন কোয় ।। ২ ।।
দীন-হীন অতি মলিন মতি, মৈ অঘ-ওঘ অপার ।
কৃপা-অনল প্রগটৌ তুরত, করৌ পাপ সব ছার ।। ৩ ।।
কৃপা-সুধা বরসায় পুনি, শীতল করৌ পবিত্র ।
রাখৌ পদকমলনি সদা, হে কুপাত্রকে মিত্রঃ! ।। ৪ ।।

।। শ্রীশিবাষ্টক ।।

আদি অনাদি অনন্ত অখণ্ড, অভেদ সুবেদ বতাবৈঁ ।
অলখ অগোচর রূপ মহেস কৌ, জোগি-জতী-মুনি ধ্যান ন পাবৈঁ ।।
আগম-নিগম-পুরান সবৈ, ইতিহাস সদা জিনকে গুন গাবৈঁ ।
বড়ভাগী নর-নারি সৌঈ জো, সাম্ব সদাসিব কৌ নিত ধ্যাবৈঁ ।। ১ ।।
সৃজন সুপালন-লয়-লীলা হিত, জো বিধি-হরি-হর রূপ বনাবৈঁ ।
একহি আপ বিচিত্র অনে, সুবেষ বনাই কৈঁ লীলা রচাবৈঁ ।।
সুন্দর সৃষ্টি সুপালন করি জগ, পুনি বন কাল জু খায় পচাবৈঁ ।
বড়ভাগী নর-নারি সোঈ জো, সাম্ব-সদাসিব কৌঁ নিত ধ্যাবৈঁ ।। ২ ।।
অগুন অনীহ অনাময় অজ, অবিকার সহজ নিজ রূপ ধরাবৈঁ ।
পরম সুরম্য বসন-আভূষন, সজি মুনি-মোহন রূপ করাবৈঁ ।।
ললিত ললাট বাল বিধু বিলসৈ, রতন-হার উর পৈ লহরাবৈঁ ।
বড়ভাগী নর-নারি সৌঈ জো, সাম্ব-সদাসিব কৌ নিত ধ্যাবৈঁ ।। ৩ ।।
অঙ্গ বিভূতি রমায় মসানকী, বিষময় ভুজগনি কৌঁ লপটাবৈঁ ।
নর-কপাল কর মুণ্ডমাল গল, ভালু-চরম সব অঙ্গ উড়াবৈঁ ।।
ঘোর দিগম্বর লোচন তীন, ভয়ানক দেখি কৈ সব থর্রাবৈঁ ।
বড়ভাগী নর-নারি সোঈ জো, সাম্ব-সদাসিব কৌ নিত ধ্যাবৈঁ ।। ৪ ।।
সুনতহি দীনকী দীন পুকার, দয়ানিধি আপ উবারন ধাবৈঁ ।
পহুঁচ তঁহা অবিলম্ব সুদারুন, মৃত্যুকো মর্ম বিদারি ভগাবৈঁ ।।
মুনি মৃকণ্ডু-সুতকী গাথা সুচি, অজহুঁ বিগ্যজন গাঈ সুনাবৈঁ ।
বড়ভাগী নর-নারি সোঈ জো, সাম্ব-সদাসিব কৌ নিত ধ্যাবৈঁ ।। ৫ ।।
চাউর  চারি জো ফূল ধতূরকে, বেলকে পাত ঔ পানি চঢ়াবৈঁ ।
গাল বজায় কৈ বোলা জো, ‘হরহর মহাদেব’ ধুনি জোর লগাবৈঁ ।।
তিনহিঁ মহাফল দেয় সদাসিব, সহজহি ভুক্তি-মুক্তি সো পাবৈঁ ।
বড়ভাগী নর-নারি সোঈ জো, সাম্ব-সদাসিব কৌ নিত ধ্যাবৈঁ ।। ৬ ।।
বিনসি দোষ দুখ দুরিত দৈন্য, দারিদ্র্য নিত্য সুখ-সান্তি মিলাবৈঁ ।
আসুতোষ হর পাপ-তাপ সব, নিরমল বুদ্ধি-চিত্ত বকসাবৈঁ ।।
অসরন-সরন কাটি ভববন্ধন ভব, নিজ ভবন ভব্য বুলবাবৈঁ ।
বড়ভাগী নর-নারি সোঈ জো, সাম্ব-সদাসিব কৌ নিত ধ্যাবৈঁ ।। ৭ ।।
ঔঢরদানি, উদার অপার জু নৈকু-সী সেবা তেঁ ঢুরি জাবৈঁ ।
দমন অসান্তি সমন সব সংকট, বিরদ বিচার জনহি অপনাবৈঁ ।।
ঐসে কৃপালু কৃপাময় দেব কে, ক্যোঁ ন সরন অবহীঁ চলি জাবৈঁ ।
বড়ভাগী নর-নারি সোঈ জো, সাম্ব-সদাসিব কৌ নিত ধ্যাবৈঁ ।। ৮ ।।

।। আরতী ।।

আরতি পরম সাম্ব-শংকরকী ।
সত্য সনাতন শিব শুভকরকী ।।
আদি, অনাদি, অনন্ত, অনাময় ।
অজ, অবিনাশী, অকল, কলাময় ।
সর্বরহিত নিত সর্ব-উরালয় ।
মস্তক সুরসরিধর শশিধরকী ।
আরতী পরম সাম্ব-শংকরকী ।।
কর্তা, ভর্তা জগসংহারী ।
ব্রহ্মা, বিষ্ণু, রুদ্র তনুধারী ।
সর্ববিকাররূপ  অবিকারী ।
অগ-জগ-পালক প্রলয়ংকরকী ।
আরতী পরম সাম্ব-শংকরকী ।।
বিশ্বাতীত বিশ্বগত স্বামী ।
দ্রষ্টা সাক্ষী অন্তর্যামী ।
কাম-কাল সব-জগ-হিত কামী ।
অনঘ-স্বরূপ সকল অঘহরকী ।
আরতি পরম সাম্ব-শংকরকী ।।
মুনি-মন-হরণ মধুর শুচি সুন্দর । 
অতি কমনীয় রূপ সুষমাবর ।
দিব্যাম্বর রত্নাভূষণধর ।
সর্ব-নয়ন-মন-হর সুখকরকী ।
আরতি পরম সাম্ব-শংকরকী ।।
বিকট করাল পঞ্চমুখধারী ।
মুণ্ডমাল বিষধর ভয়কারী ।
হাথ কপাল শ্মশান-বিহারী ।
বেষ অমঙ্গল মঙ্গলকরকী ।
আরতি পরম সাম্ব-শংকরকী ।।
ভোগী, যোগী, ধ্যানী, জ্ঞানী ।
জগ-অভিমানাধার অমানী ।
আশুতোষ অতি ঔঢরদানী ।
দৈন্য-দুরিত-দুর্গতিহর হরকী ।
আরতি পরম সাম্ব-শংকরকী ।।

।। শ্রীশিবপঞ্চাক্ষরস্তোত্রম্ ।।

নাগেন্দ্রহারায় ত্রিলোচনায় ভস্মাঙ্গরাগায় মহেশ্বরায় ।
নিত্যায় শুদ্ধায় দিগম্বরায় তস্মৈ ‘ন’ কারায় নমঃ শিবায় ।। ১ ।।
মন্দাকিনীসলিলচন্দনচর্চিতায় নন্দীশ্বরপ্রমথনাথমহেশ্বরায় ।
মন্দারপুষ্পবহুপুষ্পসুপূজিতায় তস্মৈ ‘ম’ কারায় নমঃ শিবায় ।। ২ ।।
শিবায় গৌরীবদনাব্জবৃন্দ-সূর্যায় দক্ষাধ্বরনাশকায় ।
শ্রীনীলকণ্ঠায় বৃষধ্বজায় তস্মৈ ‘শি’ কারায় নমঃ শিবায় ।। ৩ ।।
বসিষ্ঠকুম্ভোদ্ভবগৌতমার্য-মুনীন্দ্রদেবার্চিতশেখরায় ।
চন্দ্রার্কবৈশ্বানরলোচনায় তস্মৈ ‘ব’ কারায় নমঃ শিবায় ।। ৪ ।।
যক্ষস্বরূপায় জটাধরায় পিনাকহস্তায় সনাতনায় ।
দিব্যায় দেবায় দিগম্বরায় তস্মৈ ‘য়’ কারায় নমঃ শিবায় ।। ৫ ।।
পঞ্চাক্ষরমিদং পুণ্যং যঃ পঠেচ্ছিবসন্নিধৌ ।
শিবলোকমবাপ্নোতি শিবেন সহ মোদতে ।। ৬ ।।
ইতি শ্রীশঙ্করাচার্যবিরচিতং শিবপঞ্চাক্ষরস্তোত্রং সম্পূর্ণম্ ।

Tags:
0
X