একমুখী রুদ্রাক্ষের মাহাত্ম্য

সবরকম রুদ্রাক্ষের মধ্যে একমুখী রুদ্রাক্ষই শ্রেষ্ঠ। এটি স্বয়ং দেবাদিবদেব শঙ্করের প্রতীক। রবি কর্তৃক নিয়ন্ত্রিত। এই রুদ্রাক্ষ ধারণে মানুষের মনে বৈরাগ্য জাগায়, ক্রমশঃ সে ঈশ্বরের দিকে এগিয়ে যায়। এক মুখী রুদ্রাক্ষ ব্রহ্মহত্যা পাপ থেকে মুক্ত করে এবং ব্রহ্মজ্ঞান প্রদান করে। পরন্তু সে মৃত্যুর পর নির্বাণ বা মোক্ষলাভ করায়। তাছাড়া একমুখী রুদ্রাক্ষ পরম তত্ত্ব প্রকাশক। তাই এটি ধারণে ঈশ্বরলাভের শক্তি ও ধারণকারীর ঈশ্বরলাভের ইচ্ছা জাগ্রত করে।

একমুখী নেপালী রুদ্রাক্ষ যদি পাওয়া যায়, তা লম্বায় ১০-১৫ মিলিমিটার হয়। এটি কখনও গোলাকার হয় না, হয় লম্বাটে। তবে একমুখী অর্ধচন্দ্রাকৃতির সাথে যেন গুলিয়ে না যায়। যদি নেপালের হয়, তবে ঐ রুদ্রাক্ষের ভিতর প্রাকৃতিক বা স্বাভাবিক ছিদ্র থাকবে। কিন্তু ইন্দোনেশিয়ার একমুখী রুদ্রাক্ষ খুব ছোট হয় (৪ মিমি বা ৩-৪ মিমি পরিধি)। একমুখ একদিকে পরিষ্কার দেখা যায় ও উল্টোপিঠে মুখের কাছাকাছি একটি বন্ধের রেখা দেখা যায়। ইন্দোনেশিয়ার একমুখী রুদ্রাক্ষ দেখতে পায় দুই মুখীর মত। পার্থক্য শুধু এক মুখীর ক্ষেত্রে একটি পূর্ণ মুখ কিন্তু দুই মুখীর ক্ষেত্রে স্পষ্ট দুটি মুখ দেখা যায়।

এই রুদ্রাক্ষ ধারণকারীকে লক্ষ্মীদেবী আশীর্বাদ করেন। ধারণকারীকে শিবসন্নিধ্যে নিয়ে যায়। মনে অনাবিল শান্তি আনে ও স্মরণশক্তি বাড়ায়।

এই রুদ্রাক্ষ ধারণে কি কি রোগ সারে?
রাতকানা, কিডনি স্টোন, শ্বাস-প্রশ্বাসের সমস্যা, শিরায় রক্ত তঞ্চন, হৃদরোগ, চক্ষু ও চর্মরোগ, অর্শ, ডিসপেপসিয়া, বদহজম, বমি বমি ভাব প্রভৃতি।

কে এই রুদ্রাক্ষ ধারণ করতে পারে?
যুবক-বৃদ্ধ সকলেই এটি ধারণ করতে পারে বা পূজার ঘরে রাখতে পারে। তবে যারা কু-অভ্যাস বা কোনও ঔষধে আসক্ত, তাদের ধারণ না করাই ভালো। তাছাড়া আধ্যাত্মিক উন্নতিতে, শান্তিময় জীবনযাপনে, ভোগসর্বস্ব জীবন থেকে দূরে থাকতে ও আধ্যাত্মিক জগতে পাড়ি দিতে সাহায্য করে।

জ্যোতিষ বিচারে একমুখী রুদ্রাক্ষ
পূর্বেই বলা হয়েছে- একমুখী রুদ্রাক্ষ রবি কর্তৃক নিয়ন্ত্রিত। রবির যাবতীয় দোষ খণ্ডন করে। রবি নীচস্থ হলে বা অন্য কোনও কু-গ্রহের সাথে থাকলে বা দৃষ্টির বিনিময় হলে এই একমুখী রুদ্রাক্ষ খুবই উপকারী। রবি কর্তৃক রোগ যথা- মাথাধরা, কানে কম শোনা, হাড়ের কমজোড়, কোষ্ঠকাঠিন্য ইত্যাদি দূর করে। তাছাড়া আত্মবিশ্বাস, ব্যক্তিগত ক্ষমতা বৃদ্ধি প্রভৃতিতেও সাহায্য করে।

রুদ্রাক্ষ শোধন
শৈবমতে এক মুখী রুদ্রাক্ষ ধারণের জন্য শোধন করতে এই লিংকে ক্লিক করুন।

একমুখী রুদ্রাক্ষ ক্রয় করতে এই লিঙ্কে ক্লিক করুন।

0
X