বারোমুখী রুদ্রাক্ষের মাহাত্ম্য

এই রুদ্রাক্ষ মহাবিষ্ণুর প্রতীক। দ্বাদশ আদিত্য এর অধিষ্ঠাতা দেবতা। বারোমুখী রুদ্রাক্ষ রবির দ্বারা নিয়ন্ত্রিত। এটি ঈশ্বরের দ্বাদশরূপের প্রতীক। ধারণকারী রবির গুণে গুণান্বিত হন, রবির আশীর্বাদ লাভ করেন, রবির আলোকে আলোকিত ও শক্তিশালী হন। রবি মেধা, বুদ্ধি, বিদ্যা শক্তির কেন্দ্রবিন্দু। এই রুদ্রাক্ষ ধারণ করলে কখনও কোনও রোগে ভুগতে হয় না। ধারণকারী অগ্নিভয়, দুশ্চিন্তা ও সন্দেহের ঊর্দ্ধে থাকেন।

এই রুদ্রাক্ষ ধারণকারীকে জ্ঞান, অর্থ, মান, ধন ও সুখ দেয় এবং পার্থিব আনন্দও দেয়। এটি অসম্ভব রকমের ফলপ্রদ। ধারণকারীকে কখনও দারিদ্রের মুখোমুখি হতে দেয় না। প্রাণীহত্যা থেকে মুক্ত করে। হিংস্র জন্তু ও অস্ত্রধারীর থেকে দূরে রাখে। এই রুদ্রাক্ষ ধারণকারী কখনও দৈহিক ও মানসিক কষ্ট পান না। পান ভয়হীন ও সমস্যাবিহীন জীবন। বিভিন্ন রোগনিরাময়ের ক্ষমতা অর্জন করেন। এই রুদ্রাক্ষ নেতা তৈরি করে। জনতাকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা দেয়। রবির মতো অন্তরের অন্তর্নিহিত শক্তি প্রবল। এটি বাস্তুসমস্যারও সমাধান করে। এই রুদ্রাক্ষ ধারণে কোনও শস্ত্রধারীর বাঘ প্রভৃতি হিংস্র জন্তুর ভয় থাকে না। যারা প্রশাসক হতে চান, তাঁদের ক্ষেত্রেও খুবই কার্যকরী। এটি রাজনীতিবিদ, মন্ত্রী, ব্যবসায়ী ও যারা নাম-যশের অধিকারী হতে চান, তাদের ক্ষেত্রেও প্রযোজ্য।

এই রুদ্রাক্ষ ধারণে কি কি রোগ সারে?
কোষ্ঠ, চক্ষুরোগ, হৃদদৌর্বল্য, মানসিক অসুস্থতা, হাড়ের রোগ, বদহজমে, রক্তচাপে, বহুমূত্রে, পেটের অসুখ প্রভৃতিতে উপকার পাওয়া যায়।

কে এই রুদ্রাক্ষ ধারণ করতে পারেন?
যারা সবসময় দৈহিকভাবে সুস্থ্য থাকতে চান ও উন্নতির শিখরে উঠতে চান, রাজনীতিবিদ বা পরিচালক হতে চান, তাদের পক্ষে এই বারোমুখী রুদ্রাক্ষ খুবই প্রয়োজন। যারা গ্যাস্ট্রিক, কোষ্ঠকাঠিন্য, ফুসফুস ও চামড়ার বিভিন্ন সমস্যায় ভোগেন, তাদের জন্য এটি অপরিহার্য। তাছাড়াও অন্যান্য সমস্যা যেমন – স্বীকৃতির অভাব, কার্যক্ষেত্রে সম্মানের অভাব, ব্যক্তিগত সম্পর্কের অভাব, অর্থনৈতিক অগ্রগতির অভাব ইত্যাদিতে এটি উপকার দেয়।

জ্যোতিষ বিচারে বারোমুখী রুদ্রাক্ষ
রবির যাবতীয় দোষ খণ্ডন করে। রবি নীচস্থ হলে, অশুভ তুলায় থাকলে বা শুক্র গ্রহসহ দুঃস্থানে থাকলে বারোমুখী রুদ্রাক্ষ ধারণ করা উচিত। চূনীর পরিবর্তে একটি বারোমুখী রুদ্রাক্ষ ধারণ করলে অনেক বেশি ফল পাওয়া যায়। রবির সৃষ্ট রোগসমূহে উপকার পাওয়া যায়।

রুদ্রাক্ষ শোধন
শৈবমতে বারোমুখী রুদ্রাক্ষ ধারণের জন্য শোধন করতে এই লিঙ্কে ক্লিক করুন।

বারোমুখী রুদ্রাক্ষ ক্রয় করতে এই লিঙ্কে ক্লিক করুন।

0