পাঁচমুখী রুদ্রাক্ষের মাহাত্ম্য

৫ মুখী রুদ্রাক্ষ কালাগ্নি রুদ্রের প্রতীক। এটি বৃহস্পতি গ্রহ দ্বারা নিয়ন্ত্রিত। সম্পদ- যা কিনা মানুষ জ্ঞানের দ্বারা আহরণ করে, তা তখনই অর্থবহ হয়, যখন সেই জ্ঞানকে ধরে রাখা যায়। এক্ষেত্রেই পাঁচমুখী রুদ্রাক্ষের বিশেষ প্রয়োজন। আমরা যে জ্ঞান আহরণ করি, তা বয়স বাড়তে থাকার সঙ্গে সঙ্গে ভুলে যেতে থাকি বা পরিষ্কার ভাবে মনে রাখতে পারি না। আমরা সেক্ষেত্রে পাঁচমুখী রুদ্রাক্ষ ধারণের মধ্য দিয়ে স্মরণ-শক্তি ফিরে পেতে পারি। যে বিদ্যা আমরা ভুলে গেছি, তা আবার ফিরে পেতে পারি। অগ্নি যেমন ধাতুকে শুদ্ধ করে, তেমনই পাঁচমুখী রুদ্রাক্ষ মানুষের সব দোষ-ত্রুটি সংশোধন করে তাকে পবিত্র করে তোলে। শেষ পর্যন্ত মানুষ সকল পশুবৃত্তি ত্যাগ করে শুদ্ধ-বুদ্ধ-মুক্ত স্বভাব হয়ে যায়। এই পাঁচ মুখী রুদ্রাক্ষের একটি মালা ধারণে ধারণকারী শান্ত হয়ে যায়। শিবপুরাণ অনুসারে এই মালা ধারণকারীর কখনো অকালমৃত্যু হয় না। তাছাড়া এর একটি ১০৮+১ এর মালায় জপ-ধ্যানেও ধারণকারীকে সাধনার উচ্চস্তরে নিয়ে যায়। তাই আমরা সাধু-সন্তদের গলায় এই পাঁচ মুখী রুদ্রাক্ষের মালাই দেখতে পাই। এই মালার ক্ষমতা অপরিসীম। এটি পঞ্চব্রহ্ম স্বরূপ। এর দ্বারা অভক্ষ্য ভক্ষণ, অগম্যা গমন পাপ থেকে মুক্ত হওয়া যায়। এই রুদ্রাক্ষের শক্তিকে রুদ্র-কালাগ্নি বলে।
এই রুদ্রাক্ষ সহজেই পাওয়া যায়। এই রুদ্রাক্ষ সাধনার ক্ষেত্রে শেষ নয়। নাম-যশঃ-শান্তি আনে। সব রোগ থেকে মুক্ত রাখে। সব ভয় দূর হয়ে যায়।

এই রুদ্রাক্ষে কি কি রোগ সারে?
যকৃত সংক্রান্ত, হৃদযন্ত্রের কোনো সমস্যা হলে, রক্তচাপ, মহিলাদের স্তনের অসুস্থতায়, স্মৃতিভ্রংশ, অর্শ, প্রদাহ ইত্যাদি সমস্যায় উপকার করে।

কে এই রুদ্রাক্ষ ধারণ করতে পারে?
যাঁরা জপ-ধ্যানে আগ্রহী, অথবা জপ-ধ্যানে মনোনিবেশ করতে পারেন না। যারা সব সময় ভয়ে ভীত, সর্বদা উচ্চ রক্তচাপে ভোগেন, তাদের পক্ষে এই রুদ্রাক্ষ প্রয়োজন।

জ্যোতিষ বিচারে পাঁচ মুখী রুদ্রাক্ষ
বৃহস্পতি গ্রহ যদি নীচস্থ হয় বা অন্য কোন কুগ্রহের সাথে বা শত্রুগ্রহের সাথে অবস্থান করে বা অন্য কোন কুগ্রহের দৃষ্টিতে পড়ে, সেক্ষত্রে এই রুদ্রাক্ষের ধারণ অবশ্যই প্রয়োজন এবং অনেকাংশে নিয়ন্ত্রিত হয়। হলুদ পোখরাজের পরিবর্তে এই রুদ্রাক্ষ ধারণ করা হলে খুব ভালো ফল পাওয়া যায়।

রুদ্রাক্ষ শোধন
শৈবমতে পাঁচমুখী রুদ্রাক্ষ ধারণের জন্য শোধন করতে এই লিংকে ক্লিক করুন।

পাঁচমুখী রুদ্রাক্ষ ক্রয় করতে এই লিঙ্কে ক্লিক করুন।

0
X