আটমুখী রুদ্রাক্ষের মাহাত্ম্য

আটমুখী রুদ্রাক্ষ শিব-পার্বতীর প্রথম পুত্র গণেশের প্রতীক, যাঁর পূজা সব দেবতার আগে করা হয়। এই রুদ্রাক্ষ রাহু গ্রহ দ্বারা নিয়ন্ত্রিত। আট মুখী রুদ্রাক্ষকে দেবীর অষ্টমাতৃকা রূপে কল্পনা করা হয়। এই রুদ্রাক্ষ অষ্টবসু ও মা গঙ্গাকে তুষ্ট করে। আট মুখী রুদ্রাক্ষ ধারণকারী সকল রকম দুর্দশা থেকে মুক্ত থাকে। কি শারীরিক, কি মানসিক সবদিক থেকেই ঠিক রাখে। মিথ্যাকথা বলার পাপ থেকেও ধারণকারীকে মুক্ত রাখে। এই রুদ্রাক্ষ ধারণকারীকে ঋদ্ধি-সিদ্ধি এনে দেয় এবং পরিশেষে শিবলোকে নিয়ে যায়। তার শত্রুদের নির্মূল করে। শত্রুদের মতের পরিবর্তন করে। একটি আটমুখী রুদ্রাক্ষ ধারণ করাই যথেষ্ট।

এই রুদ্রাক্ষ ধারণকারীকে দৈবিক, দৈহিক ও ভৌতিক কর্ম থেকে রক্ষা করে। অশরীরী আত্মা ও দুষ্ট আত্মা থেকে রক্ষা করে। তাছাড়াও এই রুদ্রাক্ষ বিভিন্নভাবে ফল দেয়। যেমন বিভিন্ন পরিকল্পনা বাস্তবে রূপায়িত না হওয়া, ব্যবসায়ে ক্ষতি, চুক্তিভঙ্গ, উন্নতি না হওয়ায় ও বিভিন্ন সমস্যার সম্মুখীন হওয়ায় হতাশার সৃষ্টি, ক্রোধ বৃদ্ধি হওয়া ইত্যাদি। তাছাড়া এই রুদ্রাক্ষ জ্ঞান অর্জনে, বুদ্ধি বাড়াতে, অর্থনৈতিক উন্নতি ও বিভিন্ন কার্যসিদ্ধির পরিচায়ক। এই রুদ্রাক্ষের প্রভাবে বুদ্ধির উন্নতি ঘটে, বিশ্লেষণী ক্ষমতা আসে। ভালো লেখার ক্ষমতা ও নাম-যশঃ, শিল্পকার্যে উৎকর্ষতা আনে এবং উন্নতিতে সাহায্য করে।

এই রুদ্রাক্ষ ধারণে কি কি রোগ সারে?
স্নায়ুঘটিত যে কোনও সমস্যায়, প্রস্টেট, গলব্লাডার বা শ্বাসকষ্টেও উপকার পাওয়া যায়।

কে এই রুদ্রাক্ষ ধারণ করতে পারেন?
যে সকল মানুষ বার বার অকৃতকার্য হচ্ছেন, কাজের ক্ষেত্রে কোনও না কোন বাধা আসছে, তাদের জন্য এই আট মুখী রুদ্রাক্ষ ফলপ্রদ।

জ্যোতিষ বিচারে আটমুখী রুদ্রাক্ষ
রাহুর যাবতীয় দোষ খণ্ডন করে। রাহু যদি নীচস্থ থাকে বা শনি বা মঙ্গলের সাথে একত্রে শত্রুগ্রহে বা দুঃস্থানে অবস্থান করে, তাহলে এই আট মুখী রুদ্রাক্ষ সকল দোষ খণ্ডন করে।

রুদ্রাক্ষ শোধন
শৈবমতে আটমুখী রুদ্রাক্ষ ধারণের জন্য শোধন করতে এই লিংকে ক্লিক করুন।

আটমুখী রুদ্রাক্ষ ক্রয় করতে এই লিঙ্কে ক্লিক করুন।

0
X